সানজিম:-
গতকাল ২ এপ্রিল সকাল আটটায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অ্যারাইভাল টার্মিনালে ৮ মাস বয়সী একটি মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেছেন তার মা ফেলে দেওয়া ওই শিশুটিকে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্য উদ্ধার করেন।
ফেলে রাখা শিশুটির মা রাত ২ টায় সৌদি আরব থেকে ঢাকায় আসেন। একই ফ্লাইটে আসা এক তরুণীর জবানবন্দিতে জানা যায়, মেয়েটির মা সৌদি আরব গিয়েছিল কাজ করার জন্য। সেখানে এক ব্যাক্তির সঙ্গে বিয়ে হয় এবং তাদের এই মেয়ে সন্তানটি হয়। তবে দেশে আসার পূর্বে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে যার ফলে মেয়ে শিশুটির মা কোথায় যাবেন বা মেয়েটিকে কিভাবে মানুষ করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলেন একপর্যায়ে মেয়ে শিশুটিকে বিমানবন্দরে রেখেই পালিয়ে যান সৌদি ফেরত মহিলা।
পরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক সদস্য মেয়ে শিশুটিকে উদ্ধার করেন।