মাদকের ছোবল থেকে মানবজাতিকে বাঁচানোর জন্য যুগে যুগে দেশে দেশে মাদকবিরোধী আইন হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক দেশে মাদকবিরোধী আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমাদের দেশেও কঠিন আইন আছে। বিভিন্ন দেশে মাদক প্রতিরোধ ও মাদকাসক্তের চিকিৎসার জন্য শত শতকোটি টাকা খরচ হচ্ছে। তারপরও মাদকের ব্যবহার থেমে নেই। মাদক তার কালো থাবা বিস্তার করেই চলেছে।
লালমনিরহাট এর হেফাজতে থাকা ১০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহকারে গ্রেফতার করা হয়।
পাটগ্রাম থানার মামলা নং-০১, তারিখ ০১/০৩/২০২১ খ্রিঃ, ধারা-৩৬ (১)এর ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ১. মো: রায়হান আলী (২২), পিতা- মো: ওহাব কবিরাজ, মাতা- মোছা: রেজেকা বেগম স্থায়ী : গ্রাম- কুচলীবাড়ি (পশ্চিমটারী ৫ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- পাটগ্রাম,
গ্রেফতারকারী অফিসার এসআই/ মোঃ ওয়াদুত হোসেন সরকার সহ সঙ্গীয় অফিসার ফোর্স।