আজ ১৯ জানুয়ারি ২০২১ ইং তারিখে রাজশাহী নগরীর উপশহর এলাকায় বিকাল ৪ টায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজ চত্বরে রাজশাহী বিখ্যাত কোরিয়ান মার্শালআর্ট প্রতিষ্ঠান “রাজশাহী তায়কোয়ানডো দোজাং” এর “বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন” কর্তৃক বেল্ট টেস্ট কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে বেল্ট টেস্ট পরীক্ষা নেন “বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন” এর কোচ— মোঃ পলাশ মিয়া, সহযোগিতায় ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফফর হোসেন বুলু ও সহকারী প্রশিক্ষক মুমিত হাসান ব্রাইট।এছাড়াও এই রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর বেল্ট টেস্ট কর্মসূচিতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফফর হোসেন বুলু বলেন — নিজেদের আত্মরক্ষার জন্য তায়কোয়ানডো চর্চা জরুরি।এর চর্চার মাধ্যমে একজন মানুষ হয়ে ওঠে আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান।
খেলাধুলা ও সংস্কৃতি চর্চা হতে পারে যুবসমাজকে মাদক, জঙ্গিবাদসহ সামাজিক অবক্ষয় হতে দূরে রাখার অন্যতম হাতিয়ার।
ও রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সহকারী প্রশিক্ষক মুমিত হাসান ব্রাইট বলেন — শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী, নারী স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হওয়া খুবই প্রয়োজন| তাই যেন নারীরা ইভ-টিচিং, মৌখিক এবং শারীরিক নির্যাতন ও ধর্ষণ ও অনাকাংখিত সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করে একাকী পথে চলতে স্বাচ্ছন্দ বোধ করে এটাই আমাদের রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর চেষ্টা ও লক্ষ্য |