সাকিব আল হাসান নাহিদ, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে মেলান্দহ উপজেলায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পাদিত মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমীর উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি,তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি,ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আ’লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী,পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। উন্নয়ন কাজ পরিদর্শন শেষে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী তে বৃক্ষরোপণ করেন।