দেশের জনপ্রিয় দৈনিক আমার সংবাদ প্রত্রিকার ৮ম বছর পুর্তি এবং ৯ম বছরে পদার্পন উপলক্ষে র্যালি, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় হাজরাবাড়ী পৌর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আলতাব, ঘোষেরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুবাশশীর হাসান।
স্বাগত বক্তব্য রাখেন হাজরাবাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজরাবাড়ী পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এমএ সাঈদ হীরা, কোষাধ্যক্ষ শারমিন আক্তার, দপ্তর সম্পাদক রকির হাসান নয়ন, কার্যকরি সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।