হাসানুজ্জামান, স্টাফ রিপোর্টার মেহেরপুর:
মেহেরপুরের মুজিবনগরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দারিয়াপুর ফুটবল মাঠে প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। আমন্ত্রিত অতিথীহিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুল বারী, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু প্রমূখ। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ মুজিবনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১শ’ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।