এস এম রুবেল:
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দুই বাড়ি থেকে স্বর্ণালংকার ও পিয়াজ, রসুন চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত্রে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জালাল বিশ্বাসের বাড়ি থেকে স্টিলের আলমারির লকার ভেঙ্গে স্বর্ণের দুইটা আংটি ও এক জোড়া কানের দুল ও রোপ্যার নূপুর চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা। সরেজমিনে গিয়ে জানা যায়, জালার বিশ্বাসের ছেলের বৌ বাড়ি না থাকায় চোর চক্রের কোন সদস্য আগে থেকেই ঘরে ঢুকে ছিল বলে মনে করছেন। তারা জানান ঘরের বারান্দায় কলাপ সিগবল গেটে তালা দেওয়া ছিল। তালা না ভেঙ্গে বাইরে ফেলে রেখেছে। চোর চক্রের দল আমাদের শয়ন কক্ষ থেকে সকল রুমের চাবি নিয়ে গেটের তালা খুলে চুরি করে বেড়িয়ে গিয়েছে। জালাল (৫৫) বলেন, এর আগে গত বৃহস্পতিবার তার ঘর থেকে নগদ দশ হাজার টাকা চুরি হয়েছে। অপর দিকে ওই রাতেই বাবলু বিশ্বাসের বাড়ি থেকে পিঁয়াজ ও তার ছোট ভাইয়ের ঘর থেকে রসূন চুরি করে নিয়ে গিয়েছে।