যদি কবি হতাম
তাহলে পরিত্যক্ত কলোমখানা-
হাতে নিয়ে দু-চারটে লাইন লিখতাম ।
লিখতাম তোমায় কবিতার প্রতিটি লাইনে ।
কোনো নিষ্ঠুর, অশ্রু সিক্ত কবিতা নয় ।
বন্ধুত্বের ?না তাও নয়।
প্রেমের কবিতা !!!
মিষ্টি মধুর ভালোবাসাই পূর্ণ
কবিতার নাইয়িকা হতে তুমি ।
যদি জীবনানন্দ দাশ হতাম
তাহলে বনলতা সেন হতে তুমি ।
নইতো হতাম যদি শামসুর রহমান
তাহলে গৌরী হতে তুমি ।
যদি উপন্যাসিক হতাম
তাহলে পরিত্যক্ত কলোমখানা-
হাতে নিয়ে দু-চার খানা উপন্যাস লিখতাম ।
কোনো বিস্বাদ বিচ্ছেদের উপন্যাস নয় ।
নয় কোনো মর্মান্তিক আত্ম জীবনী,
প্রেমের উপন্যাস !!হুম সত্যি প্রেমের উপন্যাস ।
যার শুরু থেকে শেষ ,
প্রতিটি লাইনে থাকত ভালোবাসা আর থাকতে তুমি ।
যদি শরৎচন্দ্র হতাম
তাহলে ললিতা হতে তুমি ।
যদি হতাম বুদ্ধদেব গুহ
তাহলে বাবলি হতে তুমি ।
যদি গায়ক হতাম
তাহলে তারায় ভরা কোনো এক রাতে
হাজার হাজার শ্রোতার মাঝে
কিছু গান গেয়ে শুনাতাম ।
মনির খান এর অঞ্জনা নও তুমি,
নও তুমি নচিকেতার নিলাঞ্জনা ।
তুমিতো মায়াবিনী মায়াবতী নিশির বাসনা ।
আমি যে কবি নই !
আফসোস আমি যে উপন্যাসিক নই !
আফসোস আমি যে গায়ক নই!
আমি ওই টং-এর দোকানে-
অর্ধ কাপ চা এর পেয়ালা হাতে-
বসে ভাবতে থাকা কু-শ্রি যুবক ।