বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা ব্রিজের ঢালে বাস-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এ্যাম্বুলেন্সে থাকা দুই দিনের নবজাতক ঘটনাস্থলেই নিহত হয়েছে। তাছাড়া মুমুর্ষু অবস্থায় ৬ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (সোমবার) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যা কমপক্ষে ১৫জন, তবে আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
সংবাদ পাওয়ামাত্র ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মী ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার কাজ শেষ করে যানচলাচলে সাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।