খালেদ হাসান জেলা প্রতিনিধি বগুড়া:
বগুড়া র্যাব-১২ নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি ও বিক্রিয় এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে।
২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে ১২:৩০ ঘটিকা হইতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়া, মোঃ নাছিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইশরাত জাহান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় বগুড়া জেলার সদর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬ (ক) ধারা ভঙ্গের অপরাধে মোঃ জিহাদ হোসেন (২৪), পিতা- আঃ ছাত্তার, হুকমাপুর প্রো: শ্রেষ্ঠ পলি, মাটিডালি এবং মোঃ আব্দুস সালাম (৪২) পিতা-মৃত বুলু মিয়া, ঝোপগাড়ী প্রো: বগুড়া প্লাস্টিক, উভয় থানা ও জেলা- বগুড়া।
প্রত্যেককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে সর্বমোট=২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন।
এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে পলিথিন ব্যাগ-১০০০ কেজি, পলিথিন তৈরীর কাঁচামাল-৫০০০ কেজি এবং পলিথিন তৈরীর মেশিন-১২ টি জব্দ করা হয়।