আশফাল আহম্মেদ রাফি (ফেনী )
ফেনী দাগনভূঞা উপজেলা বসুরহাট রোড়স্থ আবদুল বাতেন ম্যানসন দ্বিতীয় তলায় ইসরাত জাহান বিথী (২১) নামে এক কলেজ ছাত্রী গত শুক্রবার সন্ধায় গলায় উড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মামলার বিবরণ সূত্র জানায়, (১৯ ফেব্রুয়ারি ) শুক্রবার সন্ধার পর মেয়েটি তার ভাই সাকের সরোয়ার এর রুমে দরজা বন্ধ করে গান শুনছিল। অনেকক্ষণ পরে তার সাড়াশব্দ না পেয়ে বাসায় থাকা মেয়েটির মা ও বোন বাসার মালিকরাসহ দরজা ভেঁঙ্গে দেখেন ফ্যানের সাথে ওড়না পেছানো অবস্থায় ঝুলে আছে ইসরাত জাহান বিথি। পরবর্তীতে থানায় অবহিত করা হলে মৃতদেহ উদ্বার করেন দাগনভূঞা থানার পুলিশ।
নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার মুছাপুর গ্রাম আবদুজ জাহের এর (প্রবাসী) মেয়ে ইসরাত জাহান বিথি দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজের ছাত্রী । তারা দীর্ঘবছর দাগনভূঞা উপজেলায় বাসা বাড়িতে ভাড়া থাকেন।
দাগনভূঞা থানার তদন্ত ওসি পার্থ প্রতিম দেব জানান, প্রাথমিক ধারণামতে এটি আত্নহত্যার আলামত তবে ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।