বুধবার (০৩ মার্চ) বগুড়া জেলা কাহালু উপজেলা পুলিশ থানা নবাগত নতুন অফিসার ইন-চার্জ (ওসি) জনাব, মোঃ আমবার হোসেন (আই.জি.পি) সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি নেতৃবৃন্দরা।
সেই সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়নের বগুড়া সভাপতি, প্রবীণ সাংবাদিক জনাব মির্জা সেলিম রেজা, সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহিদ ইকবাল জিতু, সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক আরমান শেখ, ত্রাণ ও পূণবাসন বিষয় সম্পাদক পঙ্কজ মূখাজী, বগুড়া শহর কমিটির সহ-সভাপতি এ.এস.এম ডাঃ আবু রায়হান, যুগ্ম সম্পাদক, সাংবাদিক খালেদ হাসান কাহালু উপজেলা কমিটির সহ-সভাপতি রাগিবুল হাসান, শামীম আহমেদ রনি, বিপ্লব সহ জেলা এবং উপজেলা কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
সময় সময় উভয় পক্ষের মধ্যে সমাজে কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করা যায় এবং সমাজ থেকে অপরাধ মূলক কর্মকান্ড কিভাবে কমিয়ে আনা সম্ভব হবে এই সকল সহ নানান দিকনির্দেশনা মূলক আলোচনা হয়।।