গত ১৪ ফেব্রুয়ারী জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
মেলান্দহ পৌরসভার ৮ নং ওয়ার্ডে পান্জাবী মার্কা নিয়ে ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর খায়রুল ইসলাম।
নির্বাচনের আগেও যেমন দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে সময় কাটিয়েছেন নির্বাচিত হওয়ার পরেও থেমে নেই তিনি। বাড়ি বাড়ি ঘুরে প্রতিদ্বন্দী পার্থী সহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। মাঠে যেন জনগনের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রথমবারের মতো নির্বাচিত নতুন এই কাউন্সিলর ।
খায়রুল ইসলাম বলেন, ধনী-গরীব ও খেটে খাওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস এই এলাকায়। এলাকার জনগনের ভালোবাসা ও উৎসাহ নিয়েই ভোটের মাঠে নেমেছিলাম। তাদের ভালবাসায় নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পরে এখনও মাঠে নেমে লক্ষ্য করছি তাদের ভালোবাসা ও উৎসাহ যেন আরো অনেকটাই বেড়ে গেছে। সবসময় জনগনের পাশে থেকে সকলের পরামর্শে কাজ করে যেতে চায় বাকীটা জীবন।