মেহেরপুর প্রতিনিধি : গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক এসএম সেলিম রেজার পিতা আবু বক্কর শেখ (৭৬) ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার তিন ছেলে দুই মেয়ে স্ত্রীসহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রয়েছেন।
আজ শুক্রবার (১৯ ফেব্রুায়রী) বেলা ১২ টার দিকে নিজ বাড়ি গাংনী উপজেলার জুগিন্দা- গ্রামে মারা যান তিনি।
ওস্তাদ সেলিম রেজা জানান, স্ট্রোক জনিত কারনে, প্রায় ৭ বছর যাবৎ প্যারালাইসজড হয়ে তিনি বিছানাগত ছিলেন।
আবু বকর শেখ চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সাথে তার কর্মজীবন শেষ করেছেন।
আজ শুক্রবার বাদ আসর তার নামাযে জানাযা শেষে জুগিন্দা- কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন,মেহেরপুর -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা সমবায় অফিসার ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহাবুবু হোসেন মন্টু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দিন, সাংবাদিক ও সংস্কৃতিক কর্মী জুলফিকার আলী কানন, সংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, জুবায়ের সাকিব বাপ্পি, ফারহানা কানিজ তথাপি, রোজিবুল ইসলাম, মাকসুরাতুম লাজ, আদ্রিতা ইমরোজ মেঘ, জান্নাতুস সামানিয়া ছোঁয়া।