ফরহাদ রেজা, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২- ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ উপজেলায় বিকাল ৩ ঘটিকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,জনাব মোঃ জাকির হোসেন(বাবুল) (বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ শাখার সংগ্রামী সভাপতি ও সাবেক কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান) , জনাব মোঃ মশিয়ুর রহমান (বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক) সহ
স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর পটভূমি তুলে ধরেন এবং এ বিষয়ে তরুণদের উদ্বুদ্ধ করে।
সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা করে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘটে।