ফরহাদ রেজা -কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ২১টি দোকান আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার বড়ভিটা বাজার এলাকায় ২১ টি দোকানের ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি দেওয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার (০৬এপ্রিল) সকালে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ডে বড়ভিটা ইউনিয়নে ২১টি দোকানের ক্ষতিগ্রস্তদের মাঝে ১০কেজি করে চাল,১কেজি ডাল,১কেজি চিনি,২কেজি চিড়া,১লিটার সয়াবিন তেল,১কেজি লবন,আধা কেজি লুডস এসব খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামান রাকিব,বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমানসহ আরও অনেকে।