“শেখ মুজিবুর রহমান”-আসমা সাদিয়া বৃষ্টি
কিছু নক্ষত্র আকাশে থেকেই যায়,
যুগের পর যুগ এলে
নক্ষত্র স্থানান্তর হলেও
শুধু কিছু নক্ষত্র জীবিত জ্বলে।
বাংলাদেশের বুকে বঙ্গবন্ধু ,
এমন এক নক্ষত্র
যিনি সবুজ মাঠে ,
মাটির ভিতর রক্তিম মাটিতে লেগে আছে।
জেগে আছে ইতিহাস হয়ে!
হাজার নক্ষত্র জ্বলুক,
আমাদের স্বাধীনতার পাতায় ,
জেগে থাকবে উজ্জ্বল হয়ে এই নক্ষত্র।
যাকে মিলিয়ে দিতে,
তলিয়ে দিতে পারবে না,
লাল সবুজের অন্য কোনো অস্ত্র।
জাতিরপিতা হয়েই জেগে থাকবে,
বেঁচে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্তত।