কবিতা: “মায়ার এই জগৎ”
—-শফিকুল ইসলাম(জুয়েল)
আমি বার্ধক্যে নুইয়ে পড়েছি
হৃদয় আজো চির সবুজ
লজ্জা আমারে ঘিরে রেখেছে
মন মানেনা কোন বুঝ।
আমি ভালবাসারে দেখি নাই
অনুভুতিতে জাগ্রত রেখেছি।
কতোটা ভালবাসি বলি নাই
নিরবে নিবৃত্তে ভালবেসেছি।
মানুষ তো মরে যায়
আর তো ফিরে আসেনা।
জীবনটাও ফুরিয়ে যায়
ভালবাসারা কবু মরেনা।
হয়তো ধংস হয়ে যাবে
মোহ মায়ার এই জগৎ।
হয়তো থমকে যাবে
এই জীবনের গতিপথ।
বন্ধ হবে লেনা দেনা
বসবে না আর রঙের মেলা
গাইবেনা পাখি ঢালে ঢালে
তবুও রবে ভালবাসার খেলা।
যুগে যুগে ভালবাসা আসে
লক্ষ প্রানে দোলা দিয়ে
আন্দোলিত করে কচি হৃদয়
সঙ্গোপনেই রয় লুকিয়ে।
ছবিঃ -সংগৃহীত।