মনের মাঝে বাজছে আজি
নব্য দিনের সুর,
দুঃখ যত পিছন ফেলে
ছুটবো বহুদূর।
দূর অজানায় পাড়ি দিব
নিয়ে অনেক আশা,
অচেনা এক শহর পেলে
বাধবো সেথায় বাসা।
যেই শহরে নেই কোলাহল
সত্য বলার ভয়,
থাকব সেথা মনের সুখে
বিশ্ব করে জয়।
বাবা-মাকে ছেড়ে আমি
কিভাবে দেই পাড়ি,
মায়ার টানে কেমন করে
মাতৃভূমি ছাড়ি।
তাইতো আজি পণ করেছি
লড়বো আমি আবার,
স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা
ফিরে দিব সবার।