ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গত রবিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। থানা পুলিশ ৭ই মার্চ ২০২১ আনন্দ উদযাপন পালন করেছে।
আলোচনা সভায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি,আশরাফউদ্দিন তারা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফার ,জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,সাবেক যুদ্ধকালীন থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজ উদ্দিন আল কাদরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ও প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ।
সভায় বক্তারা ৭ই মার্চের অসহযোগ আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত করে বক্তৃতা প্রদান করেন।গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে।
মাত্র ৫০ বছরে এ অর্জনের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং দেশের সব জনগণের। তাই এ অর্জনটিকে আমরা উদযাপন করছি, কারণ এটি ১৮ কোটি মানুষের অর্জন।
উক্ত অনুষ্ঠান পরিচালনায় করেন আলফাডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।