জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত কে অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম এবং বিদ্রোহী প্রার্থীকে নির্বাচনী প্রচারনায় সহোযোগিতা করার অভিযোগে আনোয়ারুল ইসলাম কে বহিষ্কার করেছে জামালপুর জেলা আওয়ামীলীগ।
গত শনিবার দলীয় প্যাডে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লা জানান, বহিষ্কাররের সিদ্ধান্ত জেলা আওয়ামীলীগের এ সিদ্ধান্ত কেন্দ্রীয় আ.লীগের কাছে প্রেরন করা হবে।
এ ব্যাপারে এস.এম জাহাঙ্গীর আলমের কাছে জানতে গেলে তিনি বলেন, বহিষ্কারের ব্যাপারে কোনো কিছুই জানেন না তিনি, এমনকি বহিষ্কাররের কোনো চিঠিই পাননি তিনি।