শফিকুল ইসলাম (জুয়েল)-:
দীর্ঘ ২ বছর পর আবারও আইপিএলে ফিরলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এবার আগের ঠিকানা সানরাইজার্স হায়দ্রাবাদে নয় নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস।
বাংলাদেশি কাটার মাস্টারের ভিত্তিমূল্য নির্ধারন করা হয়েছিল ১ কোটি রুপি। এই দামেই তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম আইপিএল খেলেন মুস্তাফিজ। সেবার দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে দলকে শিরোপা জেতান তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়।
পরে তাকে খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স। এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরই তাকে বসিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভেড়ায় মুস্তাফিজকে। ৭ ম্যাচ খেলে সেবার ৭টি উইকেট শিকার করেন দ্য ফিজ।
তবে বিসিবি নিষেধাজ্ঞা আরোপ করায় ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেলতে যেতে পারেননি মুস্তাফিজ। এবার অনুমতি মেলায় আবারো নিলামে অংশ নেন মুস্তাফিজ।