
গোপালগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
০৩/১১/২৫ তারিখে বুধবার শেষ রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একদল চোর রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা পিকআপ ভ্যানে ওঠায়। পরে গোয়াল থেকে আরেকটা গরু আনতে গেলে মালিক টের পান। এ সময় গরুর মালিকের চিৎকার শুনে গ্রামবাসী চোরদের ধাওয়া দেয়।
গ্রামবাসীর ধাওয়া খেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ইঞ্জিন বিস্ফোরণ থেকে আগুন লেগে যায় বলে ধারণা করছে পুলিশ।
চোর চক্রের সদস্যরা গরু রেখে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে যাচ্ছিল। পথে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন লেগে যায় বলে ধারণা করছে পুলিশ।
ওসি শাহ আলম বলেন, গাড়িটিতে আগুন লাগলে গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। আগুনে গাড়ির প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।য়্য
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.