ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বাজারের মধ্য গলিতে বাসার সু স্টোর নামক জুতার দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার ( ২৪ নভেম্বর) রাত ১:৩০ দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মের্সাস বাশার সু স্টোর এবং সংলগ্ন গোডাউন আগুনে লেগে পুড়ে যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফলে নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।আইপিএস এর শর্ট সার্কিট থেকে
অগ্নিকাণ্ডের হতে পারে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং আনুমানিক ৭০,০০০ টাকা ক্ষতির পরিমাণ ধরণা করা হয়েছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।