পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে এক ভারসাম্যহীন অজ্ঞাত নারীধর্ষণের শিকার হয় , ধর্ষণের খবর খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরক্ষণেই তেঁতুলিয়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনী উক্ত স্থানে উপস্থিত হয়।
যে চারজন ওই ভুক্তভোগী অজ্ঞাত নারীকে ধর্ষণ করে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আটক করে। এবং কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই বিষয়টি আমলে নিয়ে তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত হয়েছেন সিআইডি ক্রাইমসিন বাংলাদেশ পুলিশ। আসামীদের আদালতে প্রেরণের সম্পূর্ণ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে ।
আটককৃতরা হলেন, মো.হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। এদের মধ্যে হাসান বগুড়ার সদরের মানিকচরের মিন্টু মিয়ার ছেলে, রাজিব একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে, হানিফ একই জেলার শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে ও সোহেল একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।
এলাকাবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানায়। এবং এই মানুষ নামক হায়েনাদের কঠিন এবং সঠিক বিচার দাবি করেন, যাতে করে আর কোন অসহায় গরিব মা-বোনেরা এরকম ধর্ষণের শিকার না হয়।