নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
91.0kভিজিটর

নওগাঁয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

আজ (২৭জুন) শুক্রবার সকাল সাড়ে ৯টায় নওগাঁর এতিহ্যবাহী কালিতলা শ্রীশ্রী বুড়া কালিমাতার পুজো মন্ডপ প্রাঙ্গনে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

রথযাত্রার শুভ সূচনা করেন- নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাসুদ হাসান তুহিন।

এদিন সকাল সাড়ে ৯টায় প্রথম টান ও বেলা আড়াইটায় রথের দ্বিতীয় টান দেয়া হবে। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে।

রথযাত্রার শুভ সূচনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্য-সচিব সঞ্জয় কুমার দাস, রথ উদযাপন কমিটির আহবায়ক অরন কুমার সাহ নেপাল, কালিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস, কালীতলা মন্দিরের কার্যনিবাহী সদস্য পুলক কুমার রায়, নওগাঁ আখড়াবাড়ী মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল প্রমূখ।

উৎসবটি উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্তের আগমনে রথ বাড়ি মুখরিত হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x