রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাড়ির গোয়ালঘরে গরু গোসল করাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় কুমারটেক মসজিদের সভাপতি মোমেন মিয়া জানান, জুয়েল প্রতিদিনের মতো গরুর গোয়ালঘর পরিষ্কার করছিলেন। পরিষ্কার শেষে বিদ্যুৎ লাইন বন্ধ করতে গেলে লাইনে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল মৃধা মো. বাদল মৃধার বড় ছেলে। কৃষিকাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র রেখে গেছেন—বড় ছেলে আব্দুর রহমান (৬) এবং ছোট ছেলে আব্দুর রাহিম (২)।
পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.