ফরিদপুরের বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বর্ষবরণ উপলক্ষে কলেজের অর্থদিয়ে বিএনপির এক অংশের নেতাকর্মীদের পান্তা ইলিশ খাওয়ানোর অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। তবে এভাবে কলেজের টাকা নষ্ট করে অযাচিত ভাবে ইলিশ পান্তা খাওয়ার কোন ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেননা বিভিন্ন মহলের লোকজন।
সোমবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষের ১৪৩১ সন কে বিদায় এবং ১৪৩২ সনকে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অর্থায়নে এ অনুষ্ঠান করেছে। তবে মহিলা কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ এবাবে অত্র কলেজের টাকা নষ্ট করায় অনেকের মনে প্রশ্ন, তবেকি শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সেশনচার্জ, পরীক্ষার বাড়তি ফি নেয়ার কারণ এটা?
পৌর যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক রোকনুজ্জামান বকুল বলেন, “মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের টাকা নয়-ছয় করছে। যেখানে উপজেলা প্রশাসন পান্তা ভাতের সাথে ভর্তা ও তেলাপিয়া মাছের ব্যবস্থা করেছে, আর অধ্যক্ষ সাহেব মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার এর আহ্বান উপেক্ষা করে পান্তা ইলিশের আয়োজন করেছেন। কলেজের বিভিন্ন খাত দেখিয়ে আমাদের ছোট ছোট মেয়েদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে, আর এভাবে মাস্তি মেরে খায়!”
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোরসালিনকে ফোন করে পাওয়া যায়নি। এ জন্য তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।