গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বেবি বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (০৯ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-বলাকইড় গ্রামীণ সড়কের বলাকইড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বেবি বেগম গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় গ্রামের মোঃ চাহার আলী মোল্লার স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটর সাইকেলে করে বনগ্রাম থেকে বলাকইড়ের দিকে যাচ্ছিলেন রুবেল শেখ। এসময় দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল বৃদ্ধা বেবি বেগম। এসময় দ্রুত গতির মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয় । এতে বেবী বেগম গুরুতর আহত হলে পরিবারের লোকজন সতাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেবি বেগম মারা যান।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.