হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নেরদীর্ঘ প্রায় ১ যুগ ধরে বন্ধ থাকা তুলাতলা মৌলবির হাট লঞ্চ ঘাট'টি পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন করেছেন স্থানীরা। আজ ৯ই এপ্রিল বিকাল ৩টায় লঞ্চ ঘাট সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, হিজলা উপজেলা বিএনপির অন্যতম নেতা জহিরুল আলম নবু, হিজলা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাজাহান খান, হিজলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা আরিফ হোসেন প্যাদা, যুবদল নেতা শামিম আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবী করেন একটি কুচক্রী মহল বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মসূচিকে বিতর্কিত করতে স্থানীয় নদীর পারের মানুষকে ভুল বুজিয়ে নদী খনন প্রকল্পটি বন্ধের দাবী করে মানববন্ধন করে গুজব ছড়াচ্ছে যে ড্রেজিং করে বালু উত্তোলন করলে নদী ভাঙবে, যা সম্পুর্ন ভিত্তিহীন।উল্লেখঃ নদী ভাঙ্গন কবলিত সাধারণ মানুষ চলতি সপ্তাহে ড্রেজিং করে বালু উত্তোলন বন্ধের দাবীতে একাধিকবার মানববন্ধন করে ড্রেজিং কর্মসূচি বন্ধের আহবান জানান।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.