গত ২৮ মার্চ ২০২৫ তারিখে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্তের ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনীর সার্বিক নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে গত ৩০ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একটি সি-১৩০ জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুন, মিয়ানমারের গমন করে এবং ত্রাণসামগ্রী হস্তান্তর করে একইদিনে বিমান দুটি বাংলাদেশে নিরাপদে ফিরে আসে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ০১ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, কুর্মিটোলা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমান ও সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমান ৩৪ জন উদ্ধারকারী (সেনাবাহিনী - ২১, নৌবাহিনী - ০২, বিমানবাহিনী - ০১,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স - ১০) ও ২১ জনের মেডিকেল টিম (সেনা বাহিনী - ১০, নৌ বাহিনী-০১, বিমান বাহিনী-০২ সিভিল - ০৮) এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নেপিডো, মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করছে।
সুত্র: অনলাইন
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.