চট্টগ্রামে বোয়ালখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় স্মৃতিসৌধে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংগঠক বিপ্লব জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এসকান্দর, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ, অদিতি দাশ,
এতে আরো উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাক্তার শ্যামাপ্রসাদ দাসগুপ্ত, সংস্কৃতিকর্মী নন্দদুলাল চৌধুরী প্রমূখ। এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন- আমরা অনেকেই স্বাধীনতার ইতিহাস জানলেও অধিকাংশই তা হৃদয়ঙ্গম করতে পারি না। এই হৃদয়ঙ্গম জরুরি। কারণ মহান মুক্তিযুদ্ধ অপরিসীম ত্যাগ ও বেদনাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.