নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

শান্তিগঞ্জের টাইলা গ্রামে তিনদিনব্যাপী হরিণাম সংকীর্তণ অনুষ্ঠান সম্পন্ন

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
36.2kভিজিটর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে তিনদিনব্যাপী হরিণাম সংকীর্তণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২১ মার্চ(শুক্রবার) থেকে শুরু হয়ে রবিবার বিকেলে দধি ভাঙ্গার মাধ্যমে টাইলা গ্রামের যুবসমাজের উদ্যোগে হরিতলা প্রাঙ্গণে এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে জেলার শ্রী শ্রী কালাচাদঁ সেবক সংঘ,সিলেটের গোলাপগঞ্জের কাদিরপুর সংঘ,দিরাই লৌলারচর গৌর সম্প্রদায়,সিলেট গোয়াইনঘাট জয় রাঁধে যুব সংঘ ও টাইলা কৃষ্ণচরণ সম্প্রদায় এই চারটি ধর্মীয় সংগঠন ধর্মীয় সংকীর্তণ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে জেলার বিভিন্ন উপজেলার হাজারো সনাতন ধর্মের অনুসারী ভক্তবৃন্দদের পদচারনায় মুখরিত হয় হরিতালা প্রাঙ্গণ।

তিনদিনব্যাপী অনুষ্ঠানকে নিরাপদ ও স্বার্থক করতে কাজ করেছেন টাইলা গ্রামের সন্তান সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,টাইলা গ্রামের বসন্ত কুমার দাস,গোপেশ চন্দ্র দাস,বিশিষ্ঠ ব্যবসায়ী সুজিত রঞ্জন দাস,রনধীর দাস,অনিল চন্দ্র দাস,যতিন্দ্র মোহন দাস,বেনু দাস,বড়দা দাস সমিরণ চন্দ্র দাস,ডাঃ দেবাশীষ চন্দ্র দাস,কৃষ্ণ দাস,সুধন দাস,বলু দাস,সুধারঞ্জন দাস,শুভেন্দু শেখর দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের শ্যামা রানী দাস,দিরাইয়ের ভবেশ তালুকদার,শিক্ষক নীলকণ্ঠ দাস,প্রিয়াংঙ্গা রানী দাস, ও সজীব তালুকদার প্রমুখ।

ভক্তরা বলেন,এই সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের স্ব স্ব ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করতে পারায় বর্তমান সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আরো বলেন সনাতন হচ্ছে প্রাচীন একটি ধর্ম যে ধর্মে সম্প্রীতির মিলবন্ধনের কথা বলা আছে। যাতে অন্য ধর্মের মাুনষের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। অনুরুপ সকল ধর্মের মানুষের যে একটি মিলবন্ধন বিশ্বের অন্য কোন রাষ্ট্রে এমন সম্প্রীতির বন্ধন রয়েছে কিনা সন্দিহান। এই সম্প্রীতি ধরে রাখতে সকল ধর্মের মানুষের যে ভাতৃত্বের বন্ধন আগামীতে আরো সুদৃঢ হবে হলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x