নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

নারায়নগঞ্জ৷ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
31.2kভিজিটর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিক ও এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা সদর ইউনিয়ন মুশরি (চোরাব) এলাকায় বরাটকৃত জমি সংলগ্ন সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ করে এলাকাবাসী৷ 

জমি মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়ন মুশরি মৌজায় এস এ ১০ নং দাগ যাহার আরএস ২৫ নং দাগটি ক্রয় সূত্রে আমরা মালিক হয়ে খারিজ করত সরকারের জমাবাগ খাজনাদি পরিশোধ করিয়া এযাবত কালে বোগ দখলে আছি। ইউফুস নামিয় কতিপয় ব্যাক্তি আরএস ২৬ নং দাগে সম্পত্তি ক্রয় করে আমাদের বোগদখলিয় ২৫ নং দাগের সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাসীবাহিনী দিয়ে জোর পূর্বক বালু দিয়ে ভরাট করছে।

আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালআদালতে একটি পিটিশন মামলা দেয়া হয়েছে। যাহার পেক্ষিতে অত্র জমিতে ১৪৫ ধারা জারি করা হয়। কিন্তু ইউসুফ বাহিনি আইনের নিশেধাক্কা অমান্য করে রাতের আদারে বালিভরাট কাজ অব্যাহত রেখেছে।

এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, টানমুশরি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, বাচ্চু ভূইয়া, হাসেন আলী, রিতা রানী সরকার, শিমুল প্রমুখ্য।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, এই বিষয়ে ভুক্তবোগিরা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নোটিশ দেয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমানে প্রয়োজনিয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x