নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার আটক ২

এস এম রুবেল বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
36.5kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬মার্চ) বিষয়টা নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান।

বুধবার দিনগত (৫ মার্চ) রাতে বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করেন। সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা নিরবিচ্ছন্ন অভিযান চালানো হয়। এ এসময় কাজী হারুন শপিং কমপ্লেক্সের ভবন তল্লাশি চালিয়ে, পিস্তল, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

যৌথবাহিনি সূত্রে জানা যায়, বুধবার পৌরশহরের ওয়াবদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৃতীয় তলা তল্লাশি করে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙ্গে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীন সহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরবর্তীতে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম হতে একটি এয়ারগান কিছু পরিমান গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় ওই কমপ্লেক্সের মালিক আব্দুল্লাহ কাজীকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার দুইজন কর্মচারীকে আটক করে থানায় নেয়া হয়। আটককৃত কর্মচারিরা হলেন; কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিন তলা অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনির অভিযান পরিচালনা করা হয়। দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রকৃত অপরাধীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x