নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান

বেলাল হোসেন সিকদার
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
37.9kভিজিটর

গত ৫ই মার্চ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও গাছের সুরক্ষা নিশ্চিত করতে পিরোজপুর জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠান কর্মসূচি শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান।

জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক পিরোজপুর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পিরোজপুর বলেন একটাই পৃথিবী একটাই জীবন উদ্ভিদ আমাদের সবচেয়ে আপন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে। গাছে অজস্র পেরেক বা বিজ্ঞাপন লাগানোর মাধ্যমে গাছকে যেভাবে আহত ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তা অত্যন্ত অমানবিক। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ। অথচ আমরা অনেক সময় অসচেতনভাবে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগাই বা ক্ষতি করি। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয় বরং পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং গাছ সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের মাধ্যমে শহরকে সবুজ, দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব হিসাবে গড়ে তোলা সম্ভব।

আশরাফুল আলম খান পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই প্রতিনিয়তই মানবিক ও সমাজসেবামূলক কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরবাসীকে এমন কথা সাংবাদিকদেরকে বলেন পিরোজপুরের জনগণ।

গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খান মোহাম্মদ আবু নাসের।

গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জি এম রফিক আহমেদ বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x