শিরোনাম:
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার,চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত আলফাডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা বোয়ালমারীতে জামায়েত ইসলামী নেতাদের সংবাদ সম্মেলন ঢাকায় জাতীয়পার্টির চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন এড. নাজমুল হুদা(হিমেল)সহ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দরা সুনামগঞ্জের ১৩৭টি হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় প্রশাসনের ৩টি দপ্তরের সরকারী ছুটি বাতিল ঘোষনা হিজলায় সেচ্ছাসেবক লীগ সভাপতিকে আটক করে রহস্যজনক কারনে ছেড়ে দিলো পুলিশ। বোয়ালমারীতে ফসলি জমির কেটে মাটি বিক্রি, ভূয়া সাংবাদিক সেজে হুমকি দিচ্ছে ভূমিদস্যু হারুন ফরিদপুরে খোদ মহাপরিচালকের বিরুদ্ধে টেন্ডার বানিজ্যের অভিযোগ রূপগঞ্জের চনপাড়ায় মাদক বিরোধী প্রতিবাদ মিছিল গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়ক সন্ত্রাসী হামলার শিকার!

বোয়ালমারী সরকারি কলেজে ছত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণা, ১১ জনের পদত্যাগ

এস এম রুবেল বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
36.6kভিজিটর

বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি ঘোষণার পরের দিন রোববার (২ মার্চ) কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে ১১ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা নেতাদের অভিযোগ, কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়া হয়েছে।

পদত্যাগকারী নেতারা হলেন নতুন কমিটির বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।

শনিবার (১ মার্চ) বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্র দলের কমিটি ঘোষনা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

এই কমিটি ঘোষনার পরের দিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।

পদত্যাগ নেতাদের দাবী বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে যারা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে বলে জানান। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে সুবিধা ভোগ করেছে। সেই সাথে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন। এ কমিটিতেও তার কোন ব্যত্বয় ঘটেনি। আমারা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

এই কমিটিতে পাপ্পু বিশ্বাসকে সভাপতি পদ দেয়া হয়েছে। তবে তিনি বোয়ালমারী সরকারি কলেজের নিয়মিত ছাত্র না। শিহাব শেখকে সিনিয়র সহসভাপতি পদ দেয়া হয়। তবে তিনি বিগতদিন ছাত্রলীগের সাথে মিছিল মিটিংয়ে প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণ করেছিলেন। সাধারণ সম্পাদক দেয়া হয় মো. সম্রাট মোল্লাকে। তিনি এর আগে কোন রাজনীতিতে জড়িত ছিলেন না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন বলে জানান পদত্যাগ নেতাকর্মী।
ছাত্রদলের মতো আদর্শিক সংগঠনের একটি ইউনিট কমিটিতে সুবিধা ভোগীদের, অছাত্র আর ছাত্রলীগের অনুপ্রবেশকারী থাকলে সেখানে অন্তত আদর্শের রাজনীতি হতে পারে না।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছে। তার পরেও যদি এই কমিটিতে কোন অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নিয়ে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x