শিরোনাম:
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার,চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত আলফাডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা বোয়ালমারীতে জামায়েত ইসলামী নেতাদের সংবাদ সম্মেলন ঢাকায় জাতীয়পার্টির চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন এড. নাজমুল হুদা(হিমেল)সহ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দরা সুনামগঞ্জের ১৩৭টি হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় প্রশাসনের ৩টি দপ্তরের সরকারী ছুটি বাতিল ঘোষনা হিজলায় সেচ্ছাসেবক লীগ সভাপতিকে আটক করে রহস্যজনক কারনে ছেড়ে দিলো পুলিশ। বোয়ালমারীতে ফসলি জমির কেটে মাটি বিক্রি, ভূয়া সাংবাদিক সেজে হুমকি দিচ্ছে ভূমিদস্যু হারুন ফরিদপুরে খোদ মহাপরিচালকের বিরুদ্ধে টেন্ডার বানিজ্যের অভিযোগ রূপগঞ্জের চনপাড়ায় মাদক বিরোধী প্রতিবাদ মিছিল গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়ক সন্ত্রাসী হামলার শিকার!

চায়না পাওয়ালুমের মোটর চুরির হিড়িক’ ৫ চোর আটক

সোহেল রানা চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
৫ চোর আটক
138.4kভিজিটর

তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে মোটর চুরির হিড়িক পড়েছে। গত দুই সপ্তাহে বেলকুচি থেকে ১৪ টি ও এনায়েপতপুর থেকে ২৩ টি চায়না পাওয়ারলুমের মোটর চুরি হয়েছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।

এদিকে রোববার দুপুরে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোটর চুরির সাথে জড়িত মুলহোতা সহ ৫ চোরকে আটক করা হয়েছে। এসময় চোরাইমাল বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। চুরি হওয়া পাওয়ারলুম মটরের ৩২ কেজি তামার তার উদ্ধার করা হয়। এবং চোরাই মাল ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। আটকারিরা হচ্ছে আসামি,১। হামিদুল ইসলাম ওরফে আরিফ (২৪) পিতা দিন মোহাম্মদ গাদু,মাতা:রানী খাতুন সাং রুপনাই পুর্ব পাড়া, থানা এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ।

২। আকাশ (২৩) পিতা: জসিম উদ্দিন,মাতা: মায়া বেগম সাং বেগমগঞ্জ,থানা: সোনাইমুড়ী, জেলা -নোয়াখালী ৩। ইব্রাহীম (২২) পিতাঃ মৃত্যু শুকুর আলী,মাতাঃ সেলিনা খাতুন থানা- এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ,৪। আনোয়ার হোসেন (২২)পিতাঃ মফিজুল ইসলাম,মাতাঃ আনজুয়ারা খাতুন,সাং- চরচালা,থানা- বেলকুচি, জেলা সিরাজগঞ্জ,৫। আব্দুল মান্নান(৫০),পিতাঃ মৃত্যু লতিফ হোসেন,মাতাঃ জাবেদা খাতুন,সাং-ফুলতলা,থানা- দোসর,জেলা- বাঁকা। উক্ত ঘটনায় মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয় ‌। তাদের আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, কয়েক মাস ধরে চোর চক্রটি মুল্যবান মোটর চুরি করে নিয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি আতঙ্কে রয়েছেন। এদিকে ১৭ সেপ্টেম্বর রাতে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের কড়িতলা মহল্লার শওকত আলী ও শহিদুল ইসলামের তাঁতকারখানায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র দুই সহোদরের কারখানা থেকে চায়না পাওয়ারলুমের মুল্যবান ২৩টি মোটর চুরি করে নিয়ে যায়। প্রতিটি মোটরের মুল্য ১২-১৫ হাজার টাকা। এছাড়া এর আগের সপ্তাহে খামার গ্রাম কলেজ পাড়ার পশ্চিমে হাজী আবু তারা মিয়ার কারখানা সহ খুকনী, আটার দাগ, বেলকুচির তামাই এলাকা থেকে মোটর চুরির ঘটনায় ব্যবসায়ীরা চরম আতঙ্কিত। এদিকে বেলকুচি উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল বাকি জানান, কিছু দিন আগে বেলকুচি থানা সদরের অদুরে করোতোয়া কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এছাড়া আমাদের নিজস্ব তাঁত কারখানা থেকে মোটর চুরির ঘটনা সহ বেলকুচি ও এনায়েতপুরের মোটর চুরির হিড়িক পড়েছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, চুরির ঘটনাস্থল পরিদির্শন করা হয়েছে। এছাড়া চোরদের গ্রেফতারে নিয়মিত টহল দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x