নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের সদস্য সচিবের পদ স্থগিত করে শোকজ নোটিশ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
পদ স্থগিত করে শোকজ নোটিশ
109.1kভিজিটর

ঝালকাঠির রাজাপুর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মৃধা’র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠনিক পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এবিষয়টি জানানো হয়েছে।

শনিবার বিকেলে এ নোটিশ দেয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সংগঠনের দায়িত্বে থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনায় পদ স্থগিত করা হইলো। সেই সাথে ১দিনের মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে যথাযথ সদুত্তর দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সদুত্তর দিতে অপারগ হলে সাংগঠনিকভাবে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, জেলা ছাত্রদল আমাকে নোটিশ করেছে। আমিও তার সমুচিত জবাব দিয়েছি। বাকি সিদ্ধান্ত জেলার শীর্ষ নেতাদের কাছে।

উল্লেখ্য, গত ২৯আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন এর উপর একই কমিটির সদস্য সচিব রফিক মৃধা সহ ৮-৯ এ হামলা চালিয়ে আহত করে। এতে গুরুতর আহত হয় আল ইমরান কিরন। রাতেই চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত কিরনকে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x