নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

মোঃ ছামিউল ইসলাম,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে
91.1kভিজিটর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে ইসলামপুর নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে ইসলামপুর দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও

মেলান্দহ উপজেলা ৯নং ঘোষেরপাড়া, ১০ ঝাউগড়া সহ বেশ কিছু ইউনিয়নের

নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ৩১৩ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান মুঠোফোনে বলেন, উপজেলা প্রায় ১২০ হেক্টর জমি রোপা আমন ধান পানি প্লাবিত। তবে দীর্ঘ মেয়াদী বন্যা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x