মেহেরপুরের গাংনীতে লাল্টু হোসেন (২৫) নামের এক বালি ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রমজাল সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী লাল্টু গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের খেদের আলীর ছেলে। লাল্টু গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামে বালি ব্যবসা করে আসছিলেন।
বুধবার ভোরে বাঁশবাড়ীয়া গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে মৃত্যু হয়। লাল্টু বালিবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বলে স্থানীয়রা জানান। তবে লাল্টুর পরিবারের সদস্যদের অভিযোগ শক্রতা বশত প্রতিপক্ষরা লাল্টুকে পিটিয়ে হত্যার পর ড্রাম ট্রাকের নিচে পড়ে মৃত্যু হয়েছে বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা জানান,বুধবার ভোরে ড্রাম ট্রাক থেকে লাল্টুর ব্যবসা প্রতিষ্ঠানে বালি নামাচ্ছিল। অসাবধানবশত ট্রাকটি পিছনে ঘোরাতে গেলে,লাল্টু ট্রাকের নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে লাল্টুর মৃত্যু নিয়ে তার পরিবারের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে। নিহত লাল্টুর মামা ইয়াকুব আলী জানান,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যার পর নাটক সাজাচ্ছে। লাল্টুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,নিহতের শরীরে ক্ষত রয়েছে। তবে কিভাবে ক্ষত হয়েছে তা ময়না তদন্তের পর প্রকৃত বিষয়টি বোঝা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.