নীলফামারী জেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় পুর্ব বালাগ্রাম হাজীপাড়া গ্রামের মোঃ আতিকুল ইসলামের দ্বিতীয় পুত্র মোঃ সবুজ ইসলাম(২৪) সহিত। ডাউয়াবাড়ী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের প্রথম কন্যা রফিকা আক্তার (১৯)এর সাথে এক বছর আগে থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।এক পর্যায়ে প্রেমিক যুগল মোকাম নোটারি পাবলিকের কার্যালয় নীলফামারী ০৭/০৪/২০২৩ইং তারিখে বিবাহের কোর্ট এফিডেভিট করেন ।
এমতাবস্থায় তারা উভয়ের বাড়িতে ঘটনাটি প্রকাশ করলে দু পরিবার কেউ মেনে নিতে চায় না ।তাই গত ০৬/০৫/২০২৩ তারিখে দুজন দুজনের হাত ধরে বাড়ি থেকে চলে যায় । অনেক খোঁজাখুজির পর তাদের সন্ধান মেলে চেরেঙ্গা ডাকুরডাঙ্গা আদর্শ গ্রাম মোঃ আলি মাহমুদের বাড়িতে ।সেখানে তাদের শুভ বিবাহ সুসম্পূর্ণ করা হয় মোঃ সবুজ বলেন ,আমি রফিকাকে ভালবাসি ওকে নিয়ে সংসার করতে চাই ।
রফিকা আক্তার বলেন ,বাড়ি থেকে বের হয়ে আমরা দুজন আমার স্বামীর বাড়িতে যাই ।সেখানে থেকে আমাদের কে বের করে দেয় ।বিভিন্ন জায়গা ঘুরে অবশেষে আমার দাদির ভাইয়ের বাড়িতে আসি।আমি একে নিয়ে সংসার করতে চাই ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.