বাকেরগঞ্জের নলুয়া ছাত্রদলে মাদক ব্যাবসায়ীকে পদ দিতে মরিয়া উপজেলা আহবায়ক নেয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদার।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আওতাধীন ১৪ ইউনিয়ন কমিটি উপজেলা, জেলা ও টিমের সমন্বয়ে গত ১৯ ফেব্রুয়ারী ২০২২ প্রকাশ করা হয়,সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার সাথে মাদক মামলার আসামীদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হয়,দীর্ঘ ১৯ বছর পরে ছাত্রদলের কমিটি ঘোষনা হওয়ায় নেতা কর্মিদের মাঝে উচ্ছাস ছড়িয়ে পরে, খোজ খবর নিয়ে জানা যায় পকেটের লোক পদ না পাওয়ায় নলুয়ার ঘোষিত কমিটি বিলুপ্তি করতে রাজনীতি না করেও সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক সদস্যের অনৈতিক হস্তক্ষেপে কমিটি বিলুপ্ত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মি জানান শুনেছি নলুয়ায় নতুন কমিটি করার জন্য উপজেলা আহবায়ক নেয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের মাধ্যমে জেলায় একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে যাতে অর্থের বিনিময়ে মাদক মামলার ১ নং আসামী নেছারউদ্দিন কে সভাপতি ও নলুয়ায় বসবাস করেননা আব্দুল্লাহ নোমান কে সাধারন সম্পাদক হিসেবে পদায়ন করার জন্য সুপারিশ করা হয়েছে যা নলুয়া ইউনিয়ন ছাত্রদলকে ধ্বংস করে দিবে এবং এমন কমিটি হলে তাদের প্রতিহত করা হবে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.