চট্টগ্রামের বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ(১৪ জানুয়ারি) শনিবার উপজেলা বিআরডিবি হলরুমে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এসোসিয়েশনের ৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে সেকান্দর আলম বাবর, সহ সভাপতি পদে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক পদে আবুল হাশেম শিকদার, প্রচার সম্পাদক পদে মঞ্জুর মোর্শেদ, শিক্ষা সম্পাদক পদে মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ও নির্বাহী সদস্য পদে শামীম আকতার নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, অর্থ সম্পাদক পদে রবিউল করিম ও ক্রীড়া সম্পাদক পদে শামসুন নাহার। এ নির্বাচনে এসোসিয়েশনের ১১টি পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.