গভীর রাতে বরিশাল শহরের অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে বরিশাল জেলা পুলিশের সদস্য জীবন মাহমুদ,
প্রচন্ড শীত। কাঁপছে সারাদেশের মানুষ। শীতার্ত অসহায় মানুষের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এর পুলিশ সদস্য এসেছে শীতবস্ত্র নিয়ে। তিনি বরিশাল লন্ছ ঘাট
বরিশাল শহরের চৌমাথা, নতুল্লাবাদ, বিবির পুকুর পার
এলাকায় ঘুরে ঘুরে ৫০ জন অসহায় মানুষের হাতে তুলে দেন কম্বল ও শীতের গরম কাপর।
তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমি কাজ করে যাচ্ছি। এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই।
উল্লেখ্য, অতিমারী করোনাকালেও জীবন মাহমুদ দাঁড়িয়েছে দুস্থ অসহায় মানুষের পাশে। মাসের পর মাস রান্না করা খাবার এবং ওষুধ বিতরণ করেছে। করোনা যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.