পুলিশ ও মেয়ের বাবা মো. মাসুম বিল্লাহ জানায়, তার স্ত্রী ইসরাত জাহান ফেরদৌস ও ছোট মেয়ে স্কুলে যায়। বাসায় মাসুম ও তার মেয়ে আলিফা জাহান জোহা ছিলেন। বাসায় মেয়েকে রেখে কাছের একটি দোকানে চা খেতে আসে মাসুম। দোকান থেকে বাসায় ফিরে আলিফা জাহান জোহাকে তার নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফা জাহান জোহাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর কোন সঠিক কারণ কেউ বলতে পারেনি।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
wsb/riad
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.