ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়, সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি) এর বাস্তবায়নে সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক চেইন উপপ্রকল্প এর আওতায় কৃষকদের মাঝে সরিষার বীজ,ভামি কম্পোস্ট ও বায়োডার্মা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর তিনটায় কাদিরদী বাজার এসডিসি শাখা কার্যালয়ে ৪০ জন কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।
এসডিসি নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ প্রীতম কুমার হোড়,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিসির প্রোগ্রামার ম্যানেজার কৃষিবীদ লিয়াকত আলী, উপপরিচালক খন্দকার নজরুল ইসলাম, সমৃদ্ধি সমন্বয়ক প্রসেনজিত পাল প্রমুখ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.