নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নবম বছরে পদার্পণ বেরোবিসাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
নবম বছরে পদার্পণ বেরোবিসাস
83.4kভিজিটর

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে বর্ণিল আয়োজনে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
বুধবার (২৬ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টায় আনন্দ র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হাসিবুর রশিদ। র‍্যালিটি শেখ রাশেল মিডিয়া চত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শেখ রাশেল মিডিয়া চত্বরে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য শেষ করে কেক কাটেন।


সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরীর সঞ্চালনায় সমিতির উপদেষ্টাবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান উপাচার্য। তিনি বলেন, আমাদের সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এসময় তিনি সমিতির সকল সদস্যকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায় উন্নয়ন ও সম্ভাবনাময় সংবাদ তুলে ধরার আহবান জানান। বক্তব্যের শেষে তিনি সাংবাদিক সমিতির একটি অফিস রুম দেওয়ার প্রতিশ্রুতি দেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী, বেরোবিসাসের সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, কোষাধ্যক্ষ শিপন তালুকদার, দপ্তর সম্পাদক রুদ্র মাহমুদ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ জনি প্রমুখ।


উল্লেখ্য , ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি( বেরোবিসাস)। দীর্ঘ এই সময়ে দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিকট আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অর্জন, সফলতা ও সমস্যা সততা ও নিষ্ঠার সাথে তুলে ধরার পাশাপাশি একদল সৎ, দক্ষ ও নিষ্ঠাবান সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখছে।

wsb riad

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright©2025 Wsb News24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x