জামালপুর সদরে ১১নং তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা বেগমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার অফিস সূত্রে পাওয়া চিঠিতে দেখা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সেই কমিটিকে সাত (৭) কার্য দিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, গত ২০ অক্টোবর তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং অন্য দুইজন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রথমে মৌখিক, পরে লিখিত একটা অভিযোগ পত্র জমা দিয়েছে।
অভিযোগ পত্রে তারা প্রধান শিক্ষিকা শিরিনা বেগমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেছেন।অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।
তদন্ত প্রতিবেদন হাতে পেলে তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগ পত্র অনুযায়ী জানা গেছে, গত ৪ জুলাই প্রধান শিক্ষিকা শিরিনা বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে দুই লক্ষ একান্ন হাজার নয়শত টাকা উত্তোলন করেছে।
সভাপতি রাশেদুজ্জামান মিলনের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষিকা এই কাজ করেছে বলে অভিযোগ মিলনের।
জানা গেছে, সভাপতি মিলনের নিকট স্বাক্ষরের জন্য চেক বইয়ের একটা পাতা প্রেরণ করা হলে তিনি স্বাক্ষর করেনি।
অন্য শিক্ষিকাদের কেউ এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা শিরিনা বেগম বলেন, আপনারা রবিবার আসেন, রবিবার জানাবো।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.