বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগঁা জেলা মহাদেবপুর থানা শাখার ৪১ সদস্য পূণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৩ অক্টোবর তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্যাডে নওগঁা জেলা শাখার আহবায়ক মমিনুল ইসলাম চ ল ও সদস্য সচিব এটি এম ফিরোজ দুলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে সুলতান মামুনুর রশীদ মামুনকে আহবায়ক ও হারুন অর রশীদ রাজুকে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট পূণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:যুগ্ম আহবায়ক ক্রমানুসারে আবুল কালাম আজাদ বাবু,মেগেদী হাসান ইথার,আবুল কালাম আজাদ, রবিউল আলম সোহেল,আ: রাজ্জাক,ওয়াজেদ আলী,রিপন হক,খাদিজা রশিদ,জহুরুল ইসলাম,আ: রাজ্জাক,শাহজালাল মিঠু,উজ্জল হোসেন,মেস্তিাফিজুর রহমান নয়ন,ফিরোজ হোসেন,আপেল মাহমুদ পল্টুসহ মোট ২৩ জন ও ১৬জন সদস্য।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.